দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আরও কমেছে তাপমাত্রা। এতে জেঁকে বসছে শীত। দুপুর পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে। রাত ও সকালের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আজ শুক্রবার (৭ জানুয়ারি) তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ১ ডিগ্রি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।