ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, টুইটার বার্তায় বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ ও উদযাপন করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে আগ্রহী।একই সঙ্গে আমি শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। ৬ ডিসেম্বর বাংলাদেশ ভারত মৈত্রী দিবস পালিত হচ্ছে।ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের ১৮ টি দেশে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত।