নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপুমণি। তবে এ ধরনের পরিকল্পনা এখন নেই। ধারাবাহিক প্রকৃয়ায় শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ (২ডিসেম্বর) থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে সরকারি সোহরাওয়ার্দী কলেজে এ সব কথা জানান তিনি।