স্কুল শিক্ষার্থীদের টিকা দান শুরু হবে ২৬ নভেম্বর থেকে।

প্রশাসন 61 বার পঠিত
সময় : মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

শুরু হতে যাচ্ছে জেলা পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম।আগামী ২৬ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৪৭ টি জেলা শহরে কেন্দ্র স্থাপন করে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমানে ৩৫ টি জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান চলমান বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি) থেকে জানা গেছে। মাউশি সূত্র জানায়, দেশের ৩৫ টি জেলা শহরে গত ১৫ নভেম্বর থেকে এইচএসসি শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ পর্যন্ত দুই লাখ পাঁচ হাজার ৯৩১ জন এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। এ সব জেলায় আরও ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর টিকাদান বাকি। আগামী দু-এক দিনের মধ্যে তাদের টিকার আওতায় আনা হবে। বাকি জেলাগুলোতে টিকা কার্যক্রম দ্রুত সময়ে শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর