সোনার খনি থেকে একসময় উদ্ধার হয়েছিল বিশালাকার দু’টি বল, যার নাম দেওয়া হয়েছিলো “হর্নেট বলস” যা নিয়ে বিস্ময় রয়ে গেছে আজও! খনিতে কেন এই বল দু’টি ছিলো, এর কাজ কি ছিলো? এ সব প্রশ্নের কোনও উত্তর আজও জানা যায়নি।সারা বিশ্বের কাছে এই বল দু’টি আজও বিস্ময়! খনি অঞ্চল হিসেবে জনপ্রিয় আমেরিকার ভার্জিনিয়া ১৯ শতক জুড়ে ভার্জিনিয়ায় একের পর এক সোনার খনির সন্ধান পাওয়া যায়। সেই সময় সে রকমই একটি খনি থেকে ওই দু’টি বল উদ্ধার হয়েছিলো। দেখতে বড় আকারের কলসির মতো, ভিতরটা ফাঁকা।আর মুখটি লোহার জাল দিয়ে আটকানো। বলটি তৈরিও হয়েছে লোহার কাঠামোর উপর। লোহার কাঠামোর উপর সিমেন্টের আস্তরণ দিয়ে বানানো বল দু’টি ৭ ফুট উঁচু ; এর পরিধি প্রায় ২০ ফুট।এক একটি বলের ওজন ৬ হাজার ৩৫০ কিলোগ্রাম। ফলে শুধু আকারেই নয়, ওজনেও বল দু’টি আক্ষরিক অর্থে দানবীয়। বলগুলি নিয়ে রহস্য এখনও কাটেনি! বলগুলির নাম রাখা হয়েছিলো “হর্নেট”। অনেকেরই মত দেখতে অনেকটা ভিমরুলের চাকের মতো হওয়াতেই এর নাম রাখা হয়েছিলো ” হর্নেট”। ইংরেজিতে ভিমরুলকে ” হর্নেট” বলা হয়।