কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন রখার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করা হয় পেটের কাটা দাগ দেখে।কক্সবাজার পুলিশ ভিডিও কলে কুমিল্লার জেলা পুলিশের মাধ্যমে ইকবালকে তার মাকে দেখায়। তার মা ইকবালকে শনাক্তের পাশাপাশি জানিয়েছেন, তার পেটে কাটা দাগ রয়েছে। পুলিশ পেটের কাটা দাগকেও গুরুত্ব দেয়।এ দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজামণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার করেন আটক ইকবাল হোসেন। গতকাল বিকালে তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে জিজ্ঞাসাবাদ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বিষয় টি নিশ্চিত করেন। তিনি বলেন মন্ডপে কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশকে জানিয়েছেন ইকবাল।