সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সম্প্রতি সময়ে একটি চক্র দেশে ও দেশের বাইরে বসে অপপ্রয়াস ও গুজব রটাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্্যাব। ইতিমধ্যে র্্যাবের সাইবার ইউনিট বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি শনাক্ত করেছে। যারা দেশের বাইরে থেকে গুজব ছড়াচ্ছে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (২০ অক্টোবর) র্্যাব সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন র্্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।