পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২০ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী( সা.) উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সর্বপ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা.)- এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন।মহান আল্লাহ তায়ালা হযরত মোহাম্মদ ( সা.)- কে “রহমাতুল্লিল আলামীন” তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন।দুনিয়ায় তার আগমন ঘটেছিলো “সিরাজাম মুনিরা” তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে।বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান “মদিনা সনদ” ছিল মহানবী(সা.) এর বিজ্ঞতা ও দুরদর্শিতার প্রকৃষ্ট দলিল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ দলিল জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সার্বজনীন ঘোষণা রয়েছে। ধর্মীয় ও পার্থিব জীবনে তার শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী(সা.)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেয় হোক, মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদেরকে মহানবী (সা.) এর সুমহান আদর্শ যথাযথ ভাবে অনুসরণের মাধ্যমে দেশ,জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দিন।