জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা পাঁচ রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, তখন কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুর সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ২৮ এপ্রিল রাতে পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। মূল লক্ষ্য ছিল কুপওয়ারা ও বারামুল্লা জেলার সীমান্তবর্তী এলাকা এবং আখনুর সেক্টর। ভারতীয় পক্ষ জানিয়েছে, এই হামলার যথাযথ এবং কার্যকর প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।
ভারতের আরও অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি বাহিনী এলওসি-র বিভিন্ন ভারতীয় পোস্টে ধারাবাহিকভাবে গুলি চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন প্রাণ হারান। ওই ঘটনার জন্য ভারত আন্তসীমান্ত সন্ত্রাসী সংযোগের অভিযোগ এনে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপের ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে ৬৫ বছর পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত, আত্তারি সীমান্ত বন্ধ করে দেওয়া এবং পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার।
ভারতের এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, তারা নয়াদিল্লির সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করতে পারে। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমেই জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার স্বীকৃতি দেওয়া হয়েছিল।