সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
৫ আগস্টের ঘটনার পর এই প্রথম সোনারগাঁয়ে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি হয়েছে। মিছিলের একটি অস্পষ্ট ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কারও পরিচয় নিশ্চিত করা যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, মিছিলটি ছাত্রলীগ করেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের আটকের উদ্যোগ নেওয়া হয়েছে।