খুলনার কয়রায় জামায়াতের বিক্ষোভ: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সমাবেশ
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনার কয়রা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কয়রা বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কপোতাক্ষ কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কলেজ মাঠেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনি নাগরিকদের ওপর চালানো নৃশংস হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা অবিলম্বে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর যে গণহত্যা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। মুসলিম উম্মাহসহ বিশ্ব বিবেককে আজ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।”