ঈদযাত্রায় ৯ ট্রেন বিমানবন্দর স্টেশনে থামবে না
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এবং শিডিউল বিপর্যয় রোধে বাংলাদেশ রেলওয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ঢাকাগামী ৯টি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।
২৪ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
এ ছাড়া সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে।
যাত্রীসাধারণের সুবিধার্থে বড় স্টেশনগুলোতে (ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা ইত্যাদি) টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ প্রতিরোধে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশসহ র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক নজরদারি থাকবে।
নাশকতা প্রতিরোধে স্টেশন, চলন্ত ট্রেন ও রেললাইনে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হবে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত জয়দেবপুর ও ঢাকা স্টেশনের মধ্যে আন্তঃনগর ট্রেনের কোনো টিকিট ইস্যু করা হবে না, যাতে টিকিটবিহীন যাত্রী প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়।