ঈদ যাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়ার নামে লুটপাট
ঈদ যাত্রায় বকশিশের নামে যাত্রীদের কাছ থেকে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহন সংশ্লিষ্ট একটি সিন্ডিকেট। শুধুমাত্র রাজধানী ঢাকা ছাড়তে গিয়েই দেড় কোটি যাত্রীকে এই বিশাল অঙ্কের টাকা গুনতে হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।
বুধবার (২৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরবেন। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগ থাকা সত্ত্বেও ৯৮ শতাংশ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বাস-লঞ্চসহ গণপরিবহনগুলোর চালক, সহকারীদের বেতন ও দুই ঈদের বোনাস দৈনন্দিন ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু বাস্তবে কোনো পরিবহন সংস্থা তা কার্যকর করছে না, বরং অতিরিক্ত ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের ওপর।
বিশেষ করে নৌপথে যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ নদীবন্দরসহ বিভিন্ন ঘাট দিয়ে ২০০টি ছোট-বড় নৌযানে প্রায় ৪০ লাখ যাত্রী যাতায়াত করবেন। শ্রেণিভেদে প্রতিজনের কাছ থেকে ৫০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, যার গড় হিসাব ২০০ টাকা। ফলে নৌপথের যাত্রীদের কাছ থেকে ঈদের আগে অন্তত ৮০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হবে।
সংগঠনটি এ ধরনের অনিয়ম বন্ধে শক্তিশালী তদারকি টিম গঠনের দাবি জানিয়েছে, যাতে যাত্রীরা ন্যায্য ভাড়ায়, নিরাপদ ও নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।