গাজা উপত্যকায় ইসরাইলি হামলা আরও তীব্র রূপ নিয়েছে। গত তিন দিনে ইসরাইলের অব্যাহত বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরা।
অব্যাহত হামলায় ভয়াবহ প্রাণহানি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি হামলায় ৮৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩৩ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৯৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় আটকে রয়েছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ইসরাইলের স্থল অভিযান ও হামাসের প্রতিরোধ
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরে তাদের স্থল অভিযান অব্যাহত রয়েছে। সৈন্যরা বেইত লাহিয়া শহর এবং উত্তর দিকের কেন্দ্রীয় এলাকাগুলোতেও অগ্রসর হচ্ছে।
অন্যদিকে, ইসরাইলের লাগাতার হামলার জবাবে বৃহস্পতিবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে গাজা শাসনকারী গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে, গাজায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
গাজায় নতুন করে অবরোধ
ইসরাইলি বাহিনী বুধবার গাজার উত্তর-দক্ষিণ সংযোগকারী প্রধান পথ বন্ধ করে দিয়েছে। এটি ইসরাইলের নতুন করে শুরু করা স্থল অভিযানের অংশ, যা আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গাজার মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, আর ইসরাইলি হামলার তীব্রতা বৃদ্ধির ফলে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।