কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক তাজিনদার সিং (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।
পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা হলে স্থানীয়রা তাজিনদার সিংকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এরপর থানায় নেওয়া হয়।
তথ্যসূত্রে জানা গেছে, তাজিনদার সিং দীর্ঘদিন ধরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার জন্মস্থান ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রাম, এবং তার বাবার নাম পাল সিং।
এ বিষয়ে ওসি জুনায়েত চৌধুরী জানান, শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।