পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ (বৃহস্পতিবার)। শেষ দিনের ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় ৭২ হাজার ৪২৬টি আসনের টিকিট বিক্রি হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর জন্য ২৮ হাজার ৭৬৮টি টিকিট বিক্রি হয়, আর সারাদেশে মোট বিক্রি হয় ৪৩ হাজার ৬৫৮টি টিকিট।
৩০ মার্চের ট্রিপের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনগুলোর আসন সংখ্যা ৩২ হাজার ১১৫টি, আর সারাদেশে মোট আসন সংখ্যা এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।