ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, “বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিতেই ক্ষমতায় আসবে।”
বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার দীপিকার মোড়ে ১৪ নং ইউনিট-বিএনপি ও ২৪ নং ওয়ার্ডের আয়োজনে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনগণের দল বিএনপি
সাইফুল আলম নীরব বলেন,
“বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও দেশের জনগণের দল। যারা বিএনপিকে ভয় পায়, তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে।”
ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন,
“দেশের জনগণই নির্ধারণ করবে কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ রক্ষা করতে পারে। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। শেখ হাসিনা টানা তিন মেয়াদে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। আপনারাও সেই একই পথে হাঁটছেন। কিন্তু জনগণ তাদের ভোটের অধিকার ফেরত চায়।”
বেগম খালেদা জিয়ার অবস্থা
সাবেক এই যুবদল সভাপতি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তারপরও বারবার বলেছেন, তিনি এ দেশে ফিরে আসবেন। আন্দোলনের সময় তিনি বলেছিলেন— ‘বিদেশে আমার বন্ধু আছে, কিন্তু প্রভু নেই।’ এমন একজন সংগ্রামী নেত্রীর জন্যও আমরা দেশে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, যা অত্যন্ত দুঃখজনক।”
বিএনপিতে অপকর্মকারীদের জায়গা নেই
নেতাকর্মীদের উদ্দেশে নীরব বলেন,
“বিএনপিতে কোনো দুষ্কৃতকারী, অপকর্মকারী ও চাঁদাবাজির জায়গা নেই এবং ভবিষ্যতেও হবে না। এ কথা সবাই মনে রাখবেন। বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল, এখানে চাঁদাবাজির কোনো স্থান নেই।”অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।