পেসারদের জন্য সবচেয়ে বিপজ্জনক চোটগুলোর একটি হলো পিঠের চোট। এই চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরা। পিঠের চোটে অসময়ে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক গতিতারকা শেন বন্ড। তাই বুমরার ক্যারিয়ার রক্ষায় ওয়ার্কলোড ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন তিনি।
অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ায় বুমরা
এক বছর আগে পিঠের অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরা, তবে তাতেও পুরোপুরি মুক্তি মেলেনি। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ফের পিঠের চোট পান তিনি। এরপর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন এই ডানহাতি পেসার। চোটের কারণে খেলতে পারেননি সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও।
বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব অ্যাক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন বুমরা। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আইপিএল ২০২৫-এর শুরুতেও খেলতে পারবেন না বলে শোনা যাচ্ছে।
বন্ডের হুঁশিয়ারি: আরেকটি অস্ত্রোপচারে শেষ হতে পারে ক্যারিয়ার
বুমরার চোট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শেন বন্ড। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“পিঠে আরেকটি অস্ত্রোপচার করাতে হলে বুমরার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। তাই তার ওয়ার্কলোড সঠিকভাবে পরিচালনা করতে হবে। তবে বর্তমান ব্যস্ত সূচিতে সেটা করা কঠিন। প্রায়ই দেখা যায়, আইপিএল শেষ করেই টেস্ট খেলতে হচ্ছে। টি-টোয়েন্টি থেকে হুট করে টেস্ট ক্রিকেটে খেলা শারীরিকভাবে অনেক চ্যালেঞ্জিং।”
ওয়ার্কলোড ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন বন্ড
বিশেষ করে টানা দুটির বেশি টেস্ট খেলা বুমরার জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করেন বন্ড। তার ভাষায়,
“পরবর্তী বিশ্বকাপে বুমরা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চাইব না, ইংল্যান্ড সিরিজে সে দুটির বেশি টেস্ট খেলুক। কারণ, আইপিএল শেষে লম্বা ফরম্যাটের ক্রিকেট খেলতে নামলে তার চোটের ঝুঁকি অনেক বেড়ে যাবে। এখন ম্যানেজমেন্ট কিভাবে তার ওয়ার্কলোড সামলায়, সেটাই দেখার বিষয়।”
ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র জাসপ্রিত বুমরা। তবে বারবার চোটের কারণে ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই তার সুস্থতা নিশ্চিত করতে ওয়ার্কলোড ব্যবস্থাপনা ও পর্যাপ্ত বিশ্রামের ওপর জোর দিচ্ছেন শেন বন্ড।