রাঙ্গামাটির বরকল উপজেলায় মাইসছড়ি চ্যানেলে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে ধাক্কা লেগে আংশিকভাবে ডুবে গেছে। সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা জানিয়েছেন, রাঙ্গামাটি শহর থেকে দুপুর ২টায় ছেড়ে আসা লঞ্চটি বরকলের পথে ছিল। পথে মাইসছড়ি চ্যানেলে এটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খায় এবং আংশিক ডুবে যায়। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।
ঘটনার পরপরই বরকল ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট ব্যবহার করে যাত্রীদের উদ্ধার করেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনুদ্দিন সেলিম জানিয়েছেন, এমএম তানিয়া-২ নামের লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। মালিকপক্ষকে বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল, তবে তারা ব্যবস্থা নেয়নি।