এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত। সদ্য সমাপ্ত আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এটি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের তৃতীয় শিরোপা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এবারের আসরের জন্য আইসিসি মোট ৬৯ লাখ ইউএস ডলারের প্রাইজমানি ঘোষণা করে, যা আগের আসরের চেয়ে ৫৩ শতাংশ বেশি।
ভারতের মোট আয়:
চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বের সব ম্যাচ জেতার জন্য অতিরিক্ত দুই লাখ ২০ হাজার ডলার পুরস্কার পেয়েছে দলটি। সব মিলিয়ে ভারতের মোট আয় দাঁড়িয়েছে ২৪ লাখ ৬০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকা)।
নিউজিল্যান্ডের আয়:
ফাইনালে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে ১৩ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা)। এর মধ্যে রানার্সআপ প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার, আর বাকি অর্থ গ্রুপ পর্বে দুই ম্যাচ জয়ের জন্য।
অন্যান্য দলের প্রাপ্তি:
সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল: ৫ লাখ ৬০ হাজার ডলার করে।
পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দল: ৩ লাখ ৫০ হাজার ডলার করে।
সপ্তম ও অষ্টম দল: ১ লাখ ৪০ হাজার ডলার করে।
অংশগ্রহণের জন্য প্রতিটি দল: ১ লাখ ২৫ হাজার ডলার করে।
বাংলাদেশের আয়:
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি এবং ষষ্ঠ স্থান অর্জন করে। সব মিলিয়ে বাংলাদেশের মোট আয় হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৭৩ লাখ টাকা ।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা পুনরুদ্ধার যেমন ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছে, তেমনি রেকর্ড পরিমাণ প্রাইজমানি এবারের
আসরকে আরও আকর্ষণীয় করে তুলেছে।