পলাতক অস্ত্র মামলার আসামি কুখ্যাত নাছির সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
কুমিল্লার মনোহরগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের অভিযানে গ্রেপ্তার হয়েছে দীর্ঘদিন ধরে পলাতক থাকা কুখ্যাত অপরাধী নাছির। রোববার (৯ মার্চ) গভীর রাতে উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
নাছিরের বাড়ি উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মাদক বিক্রির উদ্দেশ্যে সাইকচাইল গ্রামে যায় নাছির। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং একপর্যায়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নাছির দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও অস্ত্রসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পাশের এলাকায় ঘটে যাওয়া আলোচিত গরু চুরির মূলহোতা হিসেবেও তার নাম রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকলেও এতদিন সে গ্রেপ্তার এড়িয়ে চলছিল। তবে এবার সেনাবাহিনীর হাতে ধরা পড়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র জানান, নাছিরের বিরুদ্ধে মনোহরগঞ্জসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে আটটিরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে কুমিল্লার আদালতে হাজির করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।