ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্যানেল মেয়রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা ধরে সদর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে, বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র-২ মো. মাহবুবুর রহমান (৫০), বিভিন্ন মামলার আসামি মো. রাফাইত আহসান (৩৮), মো. আহাম্মদ আলী (৫২), মো. রফিকুল ইসলাম (৪০) এবং লাল মিয়া ওরফে লালন (৫৪)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন জানান, অপারেশন ডেভিড হান্ট ২৪ ঘণ্টা ধরে চলমান রয়েছে। এই বিশেষ অভিযানের পর থেকে সদর থানায় সবচেয়ে বেশি আসামি গ্রেফতার হয়েছে।