সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচের মতো এবারও ৩-১ গোলে হেরেছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। ফলে কোনো সাফল্য ছাড়াই শেষ হলো তাদের আরব আমিরাত সফর।
উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় দলের ১৮ ফুটবলার। সেই ১৮ জনকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। একদিকে দলটি ছিল অভিজ্ঞতা ও শক্তির বিচারে পিছিয়ে, অন্যদিকে বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন তরুণ। এই পরিস্থিতিতে প্রতিপক্ষের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সুযোগই পেল না সফরকারীরা।
দ্বিতীয় ম্যাচে রক্ষণভাগকে শক্তিশালী করতে চার ডিফেন্ডার নিয়ে একাদশ সাজান কোচ পিটার বাটলার। তাতে প্রথম ৩০ মিনিট প্রতিপক্ষকে রুখে রাখলেও ৩১তম মিনিটে আলাদোয়ান নউফের গোলে এগিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন মিয়া লিন্ডবার্গ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজলেও পারেনি বাংলাদেশ। ৬১ মিনিটে আরও একটি গোল হজম করে তারা, এবার লক্ষ্যভেদ করেন জর্জিয়া গিবসন। তবে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে স্পটকিক থেকে সান্ত্বনাসূচক গোল করেন অধিনায়ক আফঈদা খন্দকার। প্রথম ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি।
এই পরাজয়ের মাধ্যমে দুই ম্যাচেই একই ব্যবধানে হেরে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করল বাংলাদেশ নারী দল। তরুণদের নিয়ে নতুন দল গড়ার পরীক্ষায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কোচ বাটলার ও তার শিষ্যরা।