মাগুরায় যশোরগামী ৬ রোহিঙ্গা আটক, পরে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে
কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে যশোর যাওয়ার পথে মাগুরায় ৬ রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে তাদের আটক করা হয়।
শনিবার (১ মার্চ) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মিনা মাহমুদা বিষয়টি নিশ্চিত করেন।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাজার এলাকায় যানবাহন তল্লাশির সময় ওই ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সানাউল্লাহ নামে একজন কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আটক হওয়া রোহিঙ্গারা হলেন— বাবুখালী রোহিঙ্গা ক্যাম্পের সানাউল্লাহ (৩৮), লাম্বাসিয়া ক্যাম্পের মোহাম্মদ আইয়ুব (২৬), সাব ব্লক রোহিঙ্গা ক্যাম্পের রাজিয়া বেগম (২০), ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হারেজ (১৫), ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আরজ (২০) এবং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ এরফান (২৫)।
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি অসিত কুমার রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।