কিছুদিন আগেই কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত ১২ ফেব্রুয়ারি রাত ৩টা ৫৫ মিনিটে কাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এই ঘটনার পর “নিজের বাড়িতে নিজেই আগুন দিয়ে নাটক সাজানো: যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর কাফি”— এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এই দাবি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখেছে, নুরুজ্জামান কাফিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়নি। কোনো নির্ভরযোগ্য সূত্র বা মূলধারার গণমাধ্যমে এই বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ভিডিওতে দেখানো সংবাদ উপস্থাপকের কণ্ঠ বিশ্লেষণ করে অডিওর সাথে অসামঞ্জস্যতা পাওয়া গেছে। এছাড়া, গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিগুলো যাচাই করে দেখা গেছে, সেগুলো ভুয়া ও এডিট করা।
✅ ছবি ১:
✅ ছবি ২:
✅ ছবি ৩:
সুতরাং, “নুরুজ্জামান কাফি নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে নাটক সাজিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে”— এই দাবি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। তার গ্রেপ্তারের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি এবং প্রচারিত ছবিগুলো এডিট করা।
সত্য-মিথ্যা যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে রিউমর স্ক্যানার।