অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য তুলে ধরেন। পোস্টে তিনি তার ব্যাংক স্টেটমেন্টের কপিও সংযুক্ত করেছেন।
নাহিদ ইসলাম তার পোস্টে দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তিনি লেখেন,
“২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর সম্মানী গ্রহণের জন্য সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি। সেই অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সকল লেনদেনের হিসাব জনগণের সামনে উপস্থাপন করছি।”
সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট ছাড়া তার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান,
নিজের ও পরিবারের সম্পদ সম্পর্কেও স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি জানান,
“উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমি বা আমার পরিবারের (স্ত্রী, মা-বাবা) কেউই বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট কিনিনি বা মালিকানায় রাখিনি।”
এ ছাড়া, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর অ্যাকাউন্টে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে। তিনিও দায়িত্ব পালনের সময় নিজের বা পরিবারের নামে কোনো সম্পত্তি কেনেননি বলে নিশ্চিত করেন।
নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, যদি কেউ এই তথ্য যাচাই করতে চান, তাহলে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ অনুযায়ী যে কোনো সরকারি দপ্তরে আবেদন করে তা নিশ্চিত করতে পারেন।
তার এই স্বচ্ছতা ও সম্পদের হিসাব প্রকাশ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশংসা করছেন, আবার কেউ এটিকে রাজনীতির কৌশল হিসেবেও দেখছেন।