জ্বালানি খাতে অতীতের লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন ভোক্তারা। তারা দাবি করেছেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের শিল্প খাতের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এবং এটি কারখানা বন্ধের একটি পরিকল্পিত চক্রান্ত।
বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে ভোক্তারা কঠোর অবস্থান নেন। গণশুনানিতে ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবী, জ্বালানি বিশেষজ্ঞ, ছাত্র প্রতিনিধি ও সাধারণ ভোক্তারা তাদের মতামত তুলে ধরেন।
ভোক্তারা বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে শিল্প খাতে এর বিরূপ প্রভাব পড়বে। নতুন শিল্প স্থাপনের সুযোগ তো নষ্ট হবেই, বরং চালু কারখানাগুলোও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তারা অভিযোগ করেন, জ্বালানি খাতে দুর্নীতির লাগাম টেনে না ধরে শুধু দাম বাড়ানো হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যমান পরিস্থিতিতে গ্যাসের দাম না বাড়িয়ে বরং খাতটির স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। তারা জ্বালানি খাতে অতীতের অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।
ভোক্তাদের মতে, গ্যাসের দাম বাড়ানোর পেছনে একটি ষড়যন্ত্র কাজ করছে, যা দেশের অর্থনীতি ও শিল্প খাতকে বিপর্যস্ত করতে পারে। তারা সরকারকে লুটপাট বন্ধ করে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।