চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
নির্বাচন বিষয়ে আলোচনার সময় প্রেস সচিব বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা ইতোমধ্যে একাধিকবার বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর চাহিদার ওপর নির্ভর করে নির্বাচন দুই সম্ভাব্য সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
১. যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
2. যদি তারা চায় অন্তর্বর্তী সরকার আরও কিছুদিন কাজ চালিয়ে যাক, তবে নির্বাচন ২০২৬ সালের প্রথমার্ধে হতে পারে।
তবে আবহাওয়ার বাস্তব পরিস্থিতি মাথায় রেখে তিনি বলেন, এপ্রিল মাস থেকে কালবৈশাখী ও ঝড়বৃষ্টি শুরু হয়, এরপর জুন থেকে বর্ষার মৌসুম শুরু হয়। এই সময় নির্বাচন আয়োজন করা চ্যালেঞ্জিং হতে পারে। তাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে সম্ভাব্য সময় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।