আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার পথচলা খুব বেশি দিনের নয়। তবে স্বল্প সময়েই নিজের গতিময় বোলিং দিয়ে ক্রিকেটবিশ্বে দারুণ সাড়া ফেলেছেন এই তরুণ পেসার। এবার তার গতি ও দক্ষতার প্রশংসা করলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রাচিন রবীন্দ্র।
চ্যাম্পিয়নস ট্রফিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন রানা। এটি আইসিসির কোনো টুর্নামেন্টে তার অভিষেক ম্যাচ। যদিও বাংলাদেশ ম্যাচটি ৫ উইকেটে হেরে যায়, তবে বল হাতে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি। ২৩৬ রানের পুঁজি নিয়ে শুরুতে নিউজিল্যান্ডকে চাপে ফেলে বাংলাদেশ। তবে রাচিন রবীন্দ্রের ১১২ এবং টম লাথামের ৫৫ রানের ইনিংসের কারণে শেষ পর্যন্ত জয় পায় কিউইরা।
নাহিদ রানা এদিন ৯ ওভার বোলিং করে ৪৩ রান খরচ করেন এবং গুরুত্বপূর্ণ উইকেট হিসেবে তুলে নেন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে। তার নিয়ন্ত্রিত লাইন-লেন্থ ও গতির মিশ্রণ নজর কাড়ে সবার।
রানার পারফরম্যান্সের প্রশংসা করে রাচিন রবীন্দ্র বলেন, ‘বাংলাদেশের বোলিং আক্রমণ দারুণ। তাসকিন ও মোস্তাফিজ দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে। তাদের সঙ্গে এখন রানা যোগ দিয়েছে। সে অসাধারণ প্রতিভাবান বোলার। তার উন্নতি দেখতে ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে তার বিপক্ষে আরও খেলতে পারব।’
ম্যাচ প্রসঙ্গে রবীন্দ্র বলেন, ‘বাংলাদেশের বোলাররা আমাদের চাপে রেখেছিল। তবে লাথাম আমাকে দারুণ সঙ্গ দিয়েছে। সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার, নিউজিল্যান্ডের অধিনায়কত্বও করেছে। তার সঙ্গে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। এমন রান তাড়া করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ভালো শট খেললেই জয় পাওয়া সম্ভব।’
নাহিদ রানার অভিষেক ম্যাচটি দল জিততে না পারলেও, তার বোলিং পারফরম্যান্স ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।