রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, চুরি, ছিনতাই, ডাকাতি এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে। ঢাকায় ৬৯টি এবং ঢাকার বাইরে ১৪৯টি টহল দল দায়িত্ব পালন করছে।
এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সংঘবদ্ধ অপরাধী চক্র, উগ্রবাদী সংগঠন ও চক্রান্তকারী গোষ্ঠীর বিরুদ্ধে আগাম তথ্য সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভার্চুয়াল জগতে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংশ্লিষ্ট র্যাব ব্যাটালিয়ন বা টহল ইনচার্জের সঙ্গে যোগাযোগের জন্য ০১৭৭৭৭২০০২৯ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।