মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তিনি ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ পদ থেকে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে রয়টার্স ও সিএনএন।
এর আগে, ট্রাম্প মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি এবং বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে অপসারণের ঘোষণা দেন। সিএনএন ও রয়টার্সের মতে, এ ধরনের পদক্ষেপ নজিরবিহীন।
জেনারেল ব্রাউনের স্থলাভিষিক্ত হিসেবে ট্রাম্প বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে নিয়োগ দিয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘সোশ্যাল ট্রুথ’-এ একটি পোস্টে ট্রাম্প জেনারেল ব্রাউনকে ‘ভালো মানুষ’ ও ‘চমৎকার নেতা’ হিসেবে প্রশংসা করেন। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সামরিক বাহিনীতে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে চলেছে।
ট্রাম্প লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে তিনি আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন, যা খুব শিগগিরই ঘোষণা করা হবে।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প তার প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনছেন। শপথের দিনই তিনি শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সশস্ত্র বাহিনীতেও তার বড় ধরনের সংস্কারের পরিকল্পনার অংশ হিসেবে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।