গণঅধিকার পরিষদ আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলটি আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন মঙ্গলবার আলরাজি কমপ্লেক্সে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ, এবং ১৯ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে রাশেদ খাঁন জানান, গণহত্যার বিচার এবং গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। ৫ দফা দাবির মধ্যে রয়েছে:
সংবাদ সম্মেলনে সহ-সভাপতি ফারুক হাসান, আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, মাজেদুল ইসলাম, জিলু খান, শহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, এবং মুনতাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্রঃ মানবজমিন