আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে সারাদেশ থেকে আরও ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ১১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৫ জন।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, অভিযানের সময় শুধু আসামি গ্রেপ্তারেই সীমাবদ্ধ না থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১টি পাইপ গান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ। এছাড়া ২টি চাপাতি, ৬টি রামদা, ১৩টি ছুরি, ২টি কুড়াল, ৩টি হাতুড়ি, ২টি প্লাস, ২টি বাটাল, ২টি লাঠি ও ১টি করাত উদ্ধার করা হয়েছে।