বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জাতিকে সামনে এগিয়ে নিতে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, জাতীয় স্বার্থে সবাইকে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সতর্ক করে বলেন, “আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, এমন কোনো হঠকারী কাজ করবেন না, যার ফলে জাতীয় ঐক্যে ফাটল ধরে। আমাদের সবাইকে সৎ ও ন্যায়পরায়ণ থাকতে হবে। চুরি-চামারি, চাঁদাবাজি, দখল বাণিজ্য কিংবা মামলা বাণিজ্যের মতো নৈতিকতা বিবর্জিত কাজ থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে কোনো ফ্যাসিবাদী শক্তিকে আশ্রয় বা প্রশ্রয় দেওয়া যাবে না।”
২৪ জানুয়ারি, শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী। জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের সার্বিক উন্নতি এবং স্থিতিশীলতার জন্য ঐক্য ও শৃঙ্খলা অপরিহার্য। তিনি কর্মীদের উদ্দেশে নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশের অগ্রগতি আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত এবং এ জন্য আমাদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।”
সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে সফল ও প্রভাবশালী করে তোলে।