এখন পর্যন্ত প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব চলছেই বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের আক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৫ লক্ষ ৯২ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন ২২ কোটি ২৬ লাখের বেশি মানুষ। বুধবার সকাল ৭ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে মারা গেছেন ৪৫ লক্ষ ৯৮ হাজার ২৮১ জন।করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠেছেন ১৯ কোটি ৯২ লক্ষ ২৬ হাজার ২৮০ জন।