বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে এই চিঠিটি দেয়া হয়। এছাড়া, অবসরের বয়সসীমা ৬৫ বছর করার বিষয়েও আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো: সাজ্জাদুল হাসান জানিয়েছেন, এই প্রস্তাবটি সিদ্ধান্তের জন্য নয়, বরং প্রশাসনিক পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো: আনোয়ার উল্ল্যাহ জানান, চাকরির বয়সসীমা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরেই এই বয়সসীমা বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছেন। পূর্ববর্তী সরকারের সময়েও এই দাবিটি খারিজ করে দেওয়া হয়েছিল।