সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের ফলে অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত উভয়পাশে অবস্থিত কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পরও কাজে না গিয়ে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ শুরু করেন।
এ খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে পরিস্থিতির চাপে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।