বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরোনো খেলার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু স্পর্শকাতর বিষয় নিয়ে নির্যাতনের কল্পকাহিনি ফেঁদে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা অতীতে বহুবার হয়েছে, যা সবারই জানা। তিনি আরও বলেন, এ দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কিছু নেই; সবাই বাংলাদেশি পরিচয়ে অভিন্ন।
চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশের জনগণ ঐতিহ্যগতভাবে উপাসনালয়গুলো রক্ষা করে আসছে। তিনি আওয়ামী লীগকে অভিযুক্ত করে বলেন, নিজেদের অপকর্ম আড়াল করতে এবং দেশকে অস্থিতিশীল করতে তারা যুগ যুগ ধরে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিষয়কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে।
তারেক রহমান জোর দিয়ে বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণের বিভক্তিকে যারা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্য ও সহমর্মিতা বজায় রাখতে হবে, যেন কোনো ষড়যন্ত্র সফল হতে না পারে।