রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফর্ম করে মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে ২৭৪ রানে আটকে দিয়েছেন। মিরাজের ৫ উইকেট এবং তাসকিন আহমেদের ৩ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় এই স্কোরে। দিন শেষে জবাবে বাংলাদেশ বিনা উইকেটে ১০ রান সংগ্রহ করে। সাদমান ইসলাম ৬ এবং জাকির হাসান ০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনের শুরুতেই তাসকিন আহমেদ আবদুল্লাহ শফিককে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন। এরপর সাইম আইয়ুব ও শান মাসুদ ৯৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যান। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই মিরাজ শান মাসুদকে এলবিডব্লু করে ফিরিয়ে পাকিস্তানের রানের গতি কমিয়ে দেন। এরপর সাইম আইয়ুবকে স্ট্যাম্পিং করে আউট করেন মিরাজ।
সৌদ শাকিল তাসকিনের বল স্ট্যাম্পে লাগিয়ে সাজঘরে ফেরেন। পরে মোহাম্মদ রিজওয়ানকে নাহিদ রানা দুর্দান্ত ডেলিভারিতে আউট করেন। শেষ দিকে আঘা সালমান ফিফটি করলেও তাসকিনের বলে বাউন্ডারি লাইনে সাকিব আল হাসানের ক্যাচে ফিরে যান। পরের বলেই মিরাজ আবরারকে স্ট্যাম্পিং করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন।
বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর এখন সিরিজ জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, যা তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে।