আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি শুধু শাসক নই, বাংলাদেশের মানুষের সেবক। জনগণের সেবা ও কল্যাণ করাটাকেই আমি সব থেকে বড় কাজ বলে মনে করি। সেই ব্রত নিয়েই আমি কাজ করে যাচ্ছি। এবং দেশকে উন্নত সমৃদ্ধ করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি সব সময় কামনা করি।
রবিবার সকালে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ (প্রথম পর্ব) ২০২১ – এ অংশ গ্রহণ করে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গনভবন থেকে ঢাকা সেনানীবাসের নৌ ও বিমান বাহিনীর সদর দপ্তরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভার্চ্যুয়ালি এই সভায় অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।