অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার বন্যাদুর্গত এলাকার কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। বৈঠকটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দুপুরে অনুষ্ঠিত হবে, বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
অনুমান করা হচ্ছে, এই বৈঠকে দ্রুত ও কার্যকরভাবে সহায়তা প্রদানের উপায়, বর্তমান সময়ে জরুরি পদক্ষেপের বিষয়গুলো এবং সরকারের সঙ্গে এনজিওগুলোর সমন্বয় কিভাবে আরও উন্নত করা যায়, সেসব নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, যারা বন্যাদুর্গতদের সাহায্য করতে চান, তারা এই তহবিলে আর্থিক সহায়তা প্রদান করতে পারবেন।