রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসান ৫ আগস্ট গুলিবিদ্ধ হন। তিনি ঢাকার একটি আড়তে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের বাবা কবির জানান, তার ছেলে যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করত। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী মোড়ে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।