সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ভারতে পালানোর চেষ্টাকালে আটক করা হয়েছে। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে বিজিবি তাকে আটক করে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শামসুদ্দিন চৌধুরী মানিককে রাত ১২টা পর্যন্ত সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পে রাখা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কানি দেয়ার অভিযোগে একাধিক হত্যা মামলার আসামি করা হয়েছে। উল্লেখ্য, তিনি ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি পদ থেকে অবসরে যান এবং এরপর বিভিন্ন অনুষ্ঠানে ও টেলিভিশন টক শোতে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিতি লাভ করেন।