বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া দশম শ্রেণির ছাত্র মাহিম হোসেন শুরু থেকেই সক্রিয় ছিল। কিন্তু গত ৪ আগস্ট কুমারখালীতে আন্দোলনের মিছিলে থাকার সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গুরুতর আহত হয় সে। এরপর থেকে অসুস্থ মাহিম মঙ্গলবার (২০ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মাহিম (১৭) কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বামনপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বড় ছেলে। সে স্থানীয় ইয়াকুব আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার রক্তবমি হয় এবং শ্বাসকষ্টে ভুগে মারা যায়। পরে বিকেলে গ্রামের বাড়িতে মাহিমের দাফন সম্পন্ন হয়।
মাহিমের বাবা ইব্রাহিম হোসেন জানান, তার ছেলে গ্রামের অন্যান্য ছেলেদের সঙ্গে আন্দোলনে যুক্ত ছিল। উপজেলা সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করে মামলাও প্রত্যাহার করা হয়েছিল।