দেশের প্রশাসনে শীর্ষ পদে পরিবর্তনের পর এবার মাঠ পর্যায়ের প্রশাসনেও বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) থেকে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) পদে থাকা কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, সিলেট, নরসিংদী, বরিশাল, গাইবান্ধা, রংপুর এবং ফরিদপুরের ডিসিদের প্রত্যাহার করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জেলার ডিসিদেরও প্রত্যাহার করা হবে।
নতুন ডিসি নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বঞ্চিত তিনটি ব্যাচের (২৪, ২৫ এবং ২৭ ব্যাচ) ফিট লিস্ট থেকে নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাচের ২৫ জন উপসচিবকে ডিসি পদে নিয়োগের জন্য ডাকা হয়েছে এবং তাদের মৌখিক পরীক্ষা সোমবার সন্ধ্যায় নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, বিতর্কিত ভূমিকা পালনকারী ২৫ জনেরও বেশি ডিসিকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মাঠ প্রশাসনের ৬৪ জেলায় বর্তমানে তিনটি ব্যাচের কর্মকর্তারা ডিসির দায়িত্ব পালন করছেন, যেখানে ২৪তম ব্যাচের কর্মকর্তারা সবচেয়ে পুরোনো। এই ব্যাচের অনেক কর্মকর্তার দুই বছরের দায়িত্বকাল শেষ হওয়ায় তাদের বদলি করা হচ্ছে এবং নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে।
এবারের ডিসি নিয়োগে ২৭তম ব্যাচের কর্মকর্তারা বিবেচনায় আসার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের অনেকেরই বদলির সময় হয়ে এসেছে।