রোববার (১৯ আগস্ট) রাতে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমান সরকার ওরফে ভিপি মুকুল, আজাদ জাহান শামীম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসাদুজ্জামান রুপন।
পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরও অন্তত ৩৫ জন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। ডিবির ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।