মালয়েশিয়ায় আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি রোববার এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের সূচি প্রকাশ করেছে, যেখানে প্রতিটি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। এই গ্রুপের চতুর্থ দল আসবে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে।
গ্রুপ ‘এ’তে শক্তিশালী ভারত দলের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, এবং স্বাগতিক মালয়েশিয়া। গ্রুপ ‘বি’তে অংশ নেবে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে, গ্রুপ ‘সি’-এর চারটি দল হলো নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া এবং আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে আসা দল।
আগামী বছরের এই বিশ্বকাপের প্রতি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের ভিত্তিতে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে উত্তীর্ণ হবে। ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে ছয়টি দল এবং ‘সি’ ও ‘ডি’ গ্রুপ থেকে ছয়টি দল সুপার সিক্সে অংশ নেবে। সুপার সিক্সের প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।