তাড়াতাড়ি স্কুল -কলেজ খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ ৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনার কথা জানিয়ে বলেন শিক্ষক দের টিকা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদের সহ যেন টিকা দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন স্কুলের ছেলে মেয়ে দের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা রয়েছে,সেই নির্দেশনা মেনেই টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।