ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরেই তিনি এক সংবাদ সম্মেলনে অংশ নেন। শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন ড. ইউনূস। এ সময় আবু সাইদের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
ড. ইউনূস বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে নতুন করে স্বাধীন হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে এবং একে আরো শক্তিশালী করে সামনে এগিয়ে যেতে হবে। সরকারের প্রতি, আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, “আমার প্রতি আস্থা রাখলে আমার কথা শুনতে হবে। আমার প্রথম কথা হলো—বিশৃঙ্খলা করা যাবে না। সব মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।”
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর পৌনে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান। পরে তিনি সামান্য বিশ্রাম নেন এবং তারপর সংবাদ সম্মেলনে আসেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।