জনপ্রিয় ইন্টারন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল “সুশীল লাইফস” (shushillifes.com) এর জন্য সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন অনলাইন পত্রিকার গনমাধ্যমে কাজ করতে ইচ্ছুক তবে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
সুযোগ সুবিধাঃ
১.সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে।
২.পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৩.পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে পত্রিকা পাশে দাঁড়াবে।
৪. সাংবাদিক পরিচয় পত্র প্রদান করা হবে।
শর্তসমূহ:
১.কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২.নিজের স্মার্টফোন থাকতে হবে।
৩.নিজের ব্যবহৃত একটি জিমেইল/ ইমেইল একাউন্ট ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে।
৪.অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৫.কপি নিউজ করা যাবে না।
৬.পুরাতন নিউজ করা যাবে না।
৭.দুনীতির সংবাদে যথাযথ প্রমান পাঠাতে হবে।
৮.মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
৯. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
১০.স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
১১.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না।
১২. কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না।
১৩.সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাঁদাবাজি করা যাবে না।
১৪.সাংবাদিক পরিচয় দিয়ে অফিস অাদালতে দালালি করা যাবে না।
সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে চাইলে নিচের দেওয়া নির্ধারিত ইমেইলে সিভি এবং ছবি জমা দিতে হবে।
Email: shushillifes@gmail.com